সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সীতাকুন্ডের ৬ স্বাস্থ্যকর্মীকে ‘উরকির চরে’ শাস্তিমূলক বদলি

প্রকাশিতঃ ১৮ জুলাই ২০১৭ | ৩:০১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার পাহাড়ি গ্রাম ত্রিপুরা পাড়ায় নয় শিশু মৃত্যুর ঘটনায় শিশুদের টিকাদানে গাফিলতির অভিযোগে ছয় স্বাস্থ্যকর্মীকে ‘সন্দ্বীপের উরকির চরে’ শাস্তিমূলক বদলির আদেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে মঙ্গলবার চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বদলির এই আদেশ দেন।

ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, শিশুদের টিকাদানে গাফিলতির কারণে ত্রিপুরা পাড়ায় নয় শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে বলে তদন্ত কমিটির প্রতিবেদনে দেখা যায়। এ কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজির নির্দেশে ছয়জনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।

এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে ত্রিপুরা পাড়ার ৮৫টি পরিবারের কাছে কয়েক দশকেও টিকা পৌঁছে দিতে না পারায় স্বাস্থ্য কর্মকর্তাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। এসময় সীতাকু-ের ত্রিপুরা পাড়ার নয় শিশুর মৃত্যুর কারণ হিসেবে হামকে চিহ্নিত করার কথা জানানো হয়।

সম্প্রতি সোনাইছড়ি ত্রিপুরা পাড়ার শিশুদের মধ্যে জ্বর, ফুসকুড়ি, শ্বাসকষ্ট ও খিঁচুনির মত উপসর্গ দেখা দেওয়া শুরু করে। কিন্তু অভিভাবকরা হাসপাতালে না যাওয়ায় চট্টগ্রামের স্থানীয় প্রশাসন বিষয়টি জানতে পারে গত ১২ জুলাই পর্যন্ত নয় শিশুর মৃত্যুর পর। পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় আরো ৪৬ জনকে।