চট্টগ্রাম: এবার চট্টগ্রাম নগরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক চীনা দম্পতি। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ডবলমুরিং থানার চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটেছে।
ডবলমুরিং থানার এসআই কায়সার হামিদ বলেন, সকালে বাসে করে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন এক চীনা দম্পতি। তারা বাংলাদেশে ব্যবসা করেন বলে জানিয়েছেন। চৌমুহনী মোড় এলাকায় অর্কিড হোটেলে গিয়ে রুম পছন্দ না হওয়ায় রিকশা নিয়ে তারা চলে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে আসা একটি সিএনজি অটোরিকশা থেকে টান মেরে চীনা নাগরিক লি লি লিওয়ের ব্যাগ নিয়ে যায়।
তিনি আরও বলেন, ওই ব্যাগে বাংলাদেশী দুই লাখ টাকা ও এক হাজার ডলার, একটি ল্যাপটপ, ব্যবসায়িক কাগজপত্র ও আইডি কার্ড ইত্যাদি ছিল। অভিযোগ পেয়ে ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগরে ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। এসব অপরাধীদের ধরতে বেগ পেতে হচ্ছে পুলিশকেও।