চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বানুরবাজার এলাকার সীমা অটো রি-রোলিং মিলে (এসএআরএম) বয়লার বিস্ফোরণে ৯ শ্রমিক আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন সেকান্দর আলী, (৪৮), মো. হাসান (৩৮), নাসির উদ্দিন (৪০), সঞ্জয় (২৯), ওমর ফারুক (৩৫), মো. মোস্তফা (২৭), মো. রাজু (৩০), নিজাম উদ্দিন (৩২) ও শরিফুল ইসলাম (৩৩)। তাদেরকে নগরীর আল-আমিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুন্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, মিলটিতে কাজ করার সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কারখানার ভিতরে তছনছ হয়ে যায়। আহত ৯ শ্রমিক শঙ্কামুক্ত। কারিগরী ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটেছে বলে সেখানকার কর্মকর্তারা ধারণা করছেন।