সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মিরসরাইয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

প্রকাশিতঃ ১৬ জুলাই ২০১৭ | ৬:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম: মিরসরাইয়ে মালবাহী ট্রাক-কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন ৪ জন। এসময় আহত হয়েছেন আরো প্রায় ১১ জন। রোববার দুপুর দেড়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মলিনা দাশ, মফিজুল ইসলাম, মো. সুমন ও প্রদীপ চন্দ্র নাথ।

আহত হয়েছেন মো. শাহ আলম, অনিমা সেন, মো. মোস্তফা, রোজিনা আক্তার, সিফাত, কহিনূর, অজয় কুমার, সাহেদ, কানন বালা ও সুজন চন্দ্র নাথ। এদের মধ্যে রোজিনা ও সিফাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিরসরাই থানার ওসি সাইরুল ইসলাম বলেন, সুফিয়া রোড এলাকায় একটি যাত্রীবাহী লেগুনা যাত্রী নেয়ার জন্য রাস্তার পাশে থামে। এসময় দ্রুতগামী একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা লেগুনার পেছন দিকে সজোরে ধাক্কা দিলে আগে থেকে সামনে দাড়িয়ে থাকা অপর একটি মিনি কাভার্ডভ্যানের সাথে গিয়ে ধাক্কা খায় লেগুনাটি। সাথে সাথে লেগুনাটি রাস্তার পশ্চিম পাশে খাদে পড়ে যায়।

তিনি আরও বলেন, এসময় লেগুনার ছাদ দুমড়ে মুচড়ে খুলে যায়। লেগুনার সব যাত্রীই আহত হয়। দূর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।