সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে কম্প্রেসার বিষ্ফোরণে আহত ২

প্রকাশিতঃ ১৬ জুলাই ২০১৭ | ৬:৩৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে একটি দোকানে কম্প্রেসার বিষ্ফোরণে দুই কর্মচারী আহত হয়েছেন। রোববার দুপুরে ডবলমুরিং থানার মগপুকুর পাড় এলাকার ওই দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. সাইফুল (২৮) ও মো. সুমন (২০)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, যে দোকানটিতে দুর্ঘটনা হয় সেখানে কম্প্রেসার মেরামতের কাজ করা হয়। একটি কম্প্রেসার মেরামতের সময় বিস্ফোরণ ঘটলে দুইজন আহত হন। আহতদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক।