চট্টগ্রাম: ভিয়েতনাম থেকে দ্বিতীয় চালানের ২৭ হাজার টন চাল নিয়ে আরো একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আজ রোববার পৌঁছাবে। এমভি পেক্স নামের চাল বোঝাই এই জাহাজটি বিকেলে চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে পৌঁছাবে।
চট্টগ্রাম বন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার সকালে ২০ হাজার টন চাল নিয়ে এমভি ভিসাই ভিসিটি-৫ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। বর্তমানে ওই জাহাজ থেকে চাল খালাস চলছে। সর্বমোট আড়াই লাখ টন চাল ভিয়েতনাম থেকে আমদানি করা হচ্ছে।
এমভি ভিসাই ভিসিটি-৫ ও এমভি পেক্স জাহাজের স্থানীয় এজেন্ট ইউনিশিপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হোসাইন জানান, ২৭ হাজার টন চাল নিয়ে দ্বিতীয় জাহাজটি আজ বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। ভিয়েতনামের হো চি মিন বন্দর থেকে আরো চারটি জাহাজ দুয়েকদিনের মধ্যে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হবে।
এমভি ভিসাই ভিসিটি-৫ জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে চাল খালাস কাজ করছে মেরিন সার্ভিসেস নামের একটি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অমল চন্দ্র দাস জানান, এই জাহাজে থাকা ২০ হাজার টন চালের মধ্যে ২৫০০ টন চাল বহির্নোঙরে খালাস করা হবে। পরে জাহাজটি বন্দরের জেটিতে নিয়ে এসে বাকি ১৭ হাজার ৫০০ টন চাল খালাস করা হবে।