চট্টগ্রাম: মিরসরাই উপজেলায় লেগুনার সঙ্গে কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। রোববার বেলা ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভার সুফিয়া রোড এলাকায় এই ঘটনা ঘটে।
মিরসরাই থানার ওসি সাইরুল ইসলাম বলেন, দাঁড়িয়ে থাকা একটি লেগুনাকে পেছন থেকে একটি মিনি কাভার্ড ভান ধাক্কা দেয়। সেটাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি পণ্যবাহী ট্রাক। ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি ওসি সাইরুল ইসলাম।