চট্টগ্রাম: আয়ুব বিবি ট্রাস্টের চেয়ারম্যান ও ডায়মন্ড সিমেন্টের পরিচালক আলহাজ্ব আজিম আলী বলেছেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমাদের এই সুন্দর দেশ ও নগরীটাকে বাঁচানোর জন্য পরিবেশ সম্মত বৃক্ষরোপণ করতে হবে। কারণ পরিবেশকে বাঁচাতে বৃক্ষের কোনো বিকল্প নেই।
প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতি সম্মান জানিয়ে প্রতিটি নাগরিককে তার বাড়ির আঙিনায় ফলদ-বনজ-ঔষধি বৃক্ষরোপণ করে দেশকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করতে গণসচেতনতা সৃষ্টির জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের আজিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত ১৪ জুলাই আয়ুব বিবি ট্রাস্ট কর্তৃক আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফলদ-বনজ ও ঔষধি চারা রোপণ ও বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মাস্টার হাফেজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক আলহাজ্ব লায়ন হাকিম আলী, মানবাধিকার সংগঠক এম এ মারুফ, শিক্ষানুরাগী আবদুস সালাম, আবুল বশর, সামশুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম, সমাজসেবী নুরুল আবছার, দুরন্ত দুর্বারের সভাপতি মুছা সিকদার, সিনিয়র সহ সভাপতি আবদুল মালেক রানা প্রমুখ।
বিশেষ অতিথি ডায়মন্ড সিমেন্টের পরিচালক আলহাজ্ব লায়ন হাকিম আলী বলেন, প্রকৃতির বৈরী আচরণ থেকে রক্ষা পেতে হলে সবুজায়নের বিকল্প নেই।
তিনি ছাত্র-ছাত্রী ও অভিভাবকদেরকে নিজেদের বসতভিটায় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করার আহবান জানান।
সভায় বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য আয়ুব বিবি ট্রাস্টের ফান্ড হতে এক লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন ট্রাস্টের চেয়ারম্যান ও ডায়মন্ড সিমেন্টের পরিচালক আলহাজ্ব আজিম আলী।