সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

কুতুবদিয়া দ্বীপ রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি

প্রকাশিতঃ ১৫ জুলাই ২০১৭ | ১১:২০ অপরাহ্ন

আজাহাদুল ইসলাম: কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছে একটি সংগঠন। শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

কুতুবদিয়া সমিতি চট্টগ্রাম- এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচীতে চট্টগ্রামে বসবাসরত কুতুবদিয়ার কয়েকশ’ মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কুতুবদিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ দ্বীপকে সাগরের ভাঙন থেকে রক্ষায় কখনোই যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। প্রবল স্রোতের ফলে বেড়িবাঁধ ভেঙ্গে প্রায়ই জোয়ারের পানি ভেতরে ঢুকে জনজীবন বিপর্যস্ত করে তোলে।

১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর থেকে কুতুবদিয়ায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি জানিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

কুতুবদিয়ার চারপাশে স্থায়ী পাথরের বেড়িবাঁধ নির্মাণে বাজেটে বিশেষ বরাদ্ধ প্রদান করা ও অারও ৩০-৪০টি সাইক্লোন সেন্টার নিমার্ণ করার দাবিও জানান বক্তারা।

এছাড়া যাদের অবহেলার কারণে বেড়িবাঁধের কাজ যথাসময়ে সম্পন্ন হয়নি, যাদের কারণে কুতুবদিয়াবাসী প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তি দাবি করেন তারা।

বেড়িবাঁধের চারপাশে বনায়নের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলা, জলবায়ু ফান্ডের অর্থায়নে ক্ষতিগ্রস্থদেরকে বিনা সুদে ঋণ প্রদান করা ও জাতীয় গ্রীড থেকে কুতুবদিয়া দ্বীপে বিদ্যুৎ সংযোগ চালু করা র দাবি জানানো হয় মানববন্ধন পরবর্তী সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন কুতুবদিয়া সমিতি চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক মজিবুল হক সিদ্দিকী বাচ্চু।

তিনি বলেন, অামাদের বাপ-দাদার কবর চলে গেছে সাগরের মাঝে। অামরা কবরের জন্য কোথায় জায়গা পাব- তা নিয়ে চিন্তা করতে হয় প্রতিনিয়ত।

লিখিত বক্তব্যে বলা হয়, তুফান এবং ঘুর্নিঝড়ের পর সরকার এবং কিছু কিছু সংস্থার পক্ষ থেকে ত্রাণ নিয়ে হাজির হয়। কিন্তু অামরা তা চাই না। অামরা চাই স্থায়ী বেড়ীবাঁধ। ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলংকারী ঘূর্ণিঝড়ের তান্ডবে শুধু কুতুবদিয়াতেই মারা গেছে দশ হাজারের বেশী মানুষ। এছাড়া ক্ষতি হয় কোটি কোটি টাকার সম্পদ। এরপর কুতুবদিয়ার জন্য বিভিন্ন দেশ থেকে অনুদান অাসলেও তা ব্যয় করা হয়নি।

দীপাঞ্চল পত্রিকার সম্পাদক অাকবর খাঁনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- কুতুবদিয়া সমিতি চট্টগ্রাম এর সভাপতি ডা. একেএম ফজলুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কামাল হোসাইন, শাহাজাদা মাওলানা মনিরুল মন্নান, বিশিষ্ট রাজনীতিবিদ শফিউল অালম কুতুবী, উত্তর ধুরুং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অ.স.ম শাহরিয়ার চৌধুরী।