রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তেলেগু সিনেমায় দীপিকা

প্রকাশিতঃ ৬ জুন ২০১৬ | ৯:৩১ অপরাহ্ন

dipikaঢাকা: গেল মাসেই হলিউডের আলোচিত ও জনপ্রিয় সিনেমা ‘ট্রিপল এক্স’-এর সিক্যুয়াল ‘দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’-এর শুটিং শেষ করে সবে মাত্র ভারতের মাটিতে পা ফেলেছেন দীপিকা পাডুকোন।

আর এরমধ্যেই তার পরবর্তী ছবি নিয়ে চারদিকে শুরু হয়েছে নানা গুঞ্জন! আর এরমধ্যে সবচেয়ে শক্তিশালী গুঞ্জনটি হচ্ছে হলিউডের সিনেমা করে নতুন কোনো বলিউডের সিনেমায় নয়, বরং দীপিকা প্রথমবারের মত অভিনয় করতে চলেছেন তেলেগু সিনেমায়!

আর তার বিপরীতে নাকি অভিনয় করবেন তেলেগু সুপারস্টার চিরঞ্জীবী!

দীপিকা-চিরঞ্জীবী অভিনীত ছবিটি নামও এরইমধ্যে ঠিক হয়ে গেছে। ছবির নাম ‘কাতিলানতুডু’। এই ছবিটি মূলত হতে যাচ্ছে তারকা অভিনেতা চিরঞ্জীবীর ১৫০ তম সিনেমা! ছবিটি পরিচালনা করবেন ভিভি বিনায়েক। ৪ জুন নাকি দীপিকা নতুন এই সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন।

তবে তেলেগু সিনেমায় দীপিকার অভিনয় নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি দীপিকা কিংবা চিরঞ্জীবী।