সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

স্ত্রীর যৌতুকের মামলায় যুবক গ্রেফতার

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০১৭ | ৭:৫৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় মো. হোসেন আলী নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে রাউজানের উনসত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হোসেন আলী (৩৫) রাউজান থানার উনসত্তরপাড়ার সাহেদুল্লাহ কাজীর বাড়ীর মৃত আবুল হোসেনের ছেলে।

রাউজান থানার এসআই সাইমুল ইসলাম বলেন, হোসেন আলীর বিরুদ্ধে যৌতুকের দাবীতে নির্যাতনের অভিযোগে গত ১২ মার্চ আদালতে একটি মামলা দায়ের করেন তার স্ত্রী। ওই মামলায় গত ১৩ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন আদালত। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় তাকে ধরতে সক্ষম হয়েছি আমরা।