শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

লোহাগাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

| প্রকাশিতঃ ৩ জানুয়ারী ২০২৩ | ৭:১৫ অপরাহ্ন


লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক আবু জাহেদ (৪০) মারা গেছেন।

আজ মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে গত শুক্রবার রাতে চুনতি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পাটিয়াল পাড়ায় সাতগড় ছড়ার ব্রিজের পাশে দুর্বৃত্তদের ‍হামলায় গুরুতর আহত হন আবু জাহেদ। তিনি ওই এলাকার মৃত সাহাব মিয়ার ছেলে।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম নগরীতে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার বিকেলে নগরীর এক বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহেদ।

এ ঘটনায় গত শনিবার নিহতের স্ত্রী বাদী হয়ে মোহাম্মদ হারুন, ওমর ফারুক, জাহেদ ও রায়হানকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, প্রতিপক্ষের হামলায় এক কৃষক আহত কৃষক মারা গেছেন। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে শনিবার মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।