খাগড়াছড়িতে আসামির পলায়ন, ২ পুলিশ বরখাস্ত

শংকর চৌধুরী, খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় পুলিশের হাতকড়া কেটে পালিয়ে গেছে মাদকপাচার মামলার এক আসামি।

রবিবার ৯ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটু জানান, পলাতক মোঃ সাইফুল ইসলামকে গত বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে ইয়াবার একটি চালানসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে আইনশৃংখলাবাহিনী। পরদিন অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে চিকিৎসা শেষে আদালতে তোলার জন্যে খাগড়াছড়িতে পাঠানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, অসুস্থ আসামি সাইফুলকে চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তি করা হয়। পাহারায় থাকা দুই পুলিশ সদস্যের চোখ ফাঁকি দিয়ে স্ত্রী সুমি আক্তারের সহযোগিতায় হাতকড়া কেটে পালিয়ে যায় সে। আসামি মোঃ সাইফুল ইসলাম পালিয়ে গেলেও তার স্ত্রী সুমি আক্তারকে আটক করা হয়েছে।

এ ঘটনায় পাহারায় থাকা সদর পুলিশ লাইনের নায়েক হাদেজ খবির ও কনস্টেবল মো. নজুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশ সুপার আলী অহমেদ খান জানান, পালিয়ে যাওয়া আসামিকে ধরতে ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে পুলিশ অভিযান শুরু করেছে। সাময়িক বরখাস্ত হওয়া নায়েক হাদেজ খবির ও কনস্টেবল মো. নজরুল ইসলামকে আপাতত পুলিশ লাইনে রাখা হয়েছে।