রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এস কে এম মোকাম্মেল সিয়ামের ‘সমারোহপূর্ব অণু সমারোহ’

প্রকাশিতঃ ১৫ ডিসেম্বর ২০২২ | ১১:১৮ অপরাহ্ন


আমি এক নব স্ফূরিত শব্দ প্রেমিক,
নিত্য নব-সৃজনে তোমাদের মননে ভালোবাসার স্মারক রেখে যাই।

ধ্যানে, জ্ঞানে, সোৎসাহ প্রাণে নতুন শব্দ বুনে,
তোমাদের মনে সবুজ জমিনে ভালোলাগার মোহময় সংগীতের আঁচড় কেটে যাই।

শব্দের যোজনায় তোমাদের হৃদয় ভরি, ভালোবাসার ছন্দে তোমাদের মাতাল করি।
শব্দের ছোপ ছোপ রঙে রাঙায় তোমাদের সময়ের আস্তিন।

আমি এসেছি শব্দের মধুর দ্যুতি হয়ে
কবিতার তেজোদীপ্ত আগুনে ঝলসাতে
তোমাদের সুন্দর দিন।

শব্দের বর্ণালীতে তোমাদের চোখ রাঙতে রঙ্গীন।
আমি কর্মমুখর দিন থেকে নিয়ে এসেছি ছুটি,
তোমাদের মগজে-মজ্জায় জাগাতে শব্দের সুপ্ত আগ্নেয়গিরির এক তপ্ত বিস্ফোরিত নদী।

অনর্থক বাহুল্য সব পরিচিতি ছাপিয়ে
আমি শব্দের পরিচয়ে পরিচিত হতে চাই।

আমি শব্দের প্রতি মোহময় ভালোবাসার এক নেশাগ্রস্থ যুবক হয়ে
তোমাদের হৃদয়ে বাঁচতে চাই; অনন্তকাল তোমাদের ভালোবাসায়।

আমি আসবো, আমি বার বার আসবো,
আমি ফিরে ফিরে আসবো,
ছন্দের বাহনে চড়ে কবিতার বিরামহীন বিশ্বস্ত বাহক হয়ে তোমাদের দরজায়।

মধুর আবেগের প্লাবিত পলি হয়ে,
তোমাদের শূন্য হৃদয়ে জাগাবো
ভালোবাসার নতুন এক ভাবাতুর চর।

আমি প্রতিনিয়ত আসবো,
আসর বসাবো তোমাদের ভাবাতুর আঙিনায়,
আমি প্রতিনিয়ত আসবো কড়া নেড়ে যাবো তোমাদের ভাবাতুর দরজায়।

আমি আসবো,
আমি বার বার আসবো,
আমি ফিরে ফিরে আসবো,
তোমাদের মনের সুন্দর আঙিনায়।