চট্টগ্রাম : সাহসী, অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে যারা সমাজ উন্নয়নে অবদান রাখছেন, খুলে দিচ্ছেন রাষ্ট্রযন্ত্রের চোখ; সেসব সাংবাদিকদের পুরস্কৃত করবে চট্টগ্রামের পাঠকনন্দিত একুশে পত্রিকা।
এই উপলক্ষে শুক্রবার রাতে একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন একুশে পত্রিকার সম্পাদকীয় পরামর্শক নজরুল কবির দীপু, চ্যানেল নাইনের চট্টগ্রাম ইনচার্জ ফয়সাল করিম, দৈনিক বণিকবার্তার সিনিয়র রিপোর্টার সুজিত সাহা, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার হোসাইন জিয়াদ, আবৃত্তিশিল্পী শারমিন রিমা।
শুরুতে একুশে পত্রিকা’র সম্পাদক আজাদ তালুকদার ’একুশে পত্রিকার দুর্বার সাংবাদিকতা পুরস্কার’ নিয়ে তার স্বপ্ন ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
এরপর উপস্থিত সবার আলোচনা ও মতামতের ভিত্তিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন ভার্সন ক্যাটাগরি থেকে প্রতিবছর তিনজন সাংবাদিককে সাড়াজাগানো প্রতিবেদনের জন্য ক্রেস্ট, সম্মাাননা ও অর্থ-পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়।
সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ও নিরপেক্ষ বিচারকের সমন্বয়ে গঠিত জুরিবোর্ডের সদস্যরা সেরা প্রতিবেদন বাচাই করে পুরস্কারের জন্য মনোনীত করবেন। এজন্য সম্ভাব্য কয়েকজন জুরিবোর্ড সদস্যদের নাম প্রাথমিক প্রস্তাবনায় উঠে আসে।
জুরি বোর্ড সদস্যরা আগামী ২০ আগস্ট ২০১৭ এর মধ্যে তিনটি সেরা প্রতিবেদন বাচাই শেষে একই মাসের ৩০ তারিখ অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিস্ট সাংবাদিকদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেয়া হবে। সেই সাথে একই অনুষ্ঠানে একজন গুণীজনকে সম্মাাননা জানানোরও সিদ্ধান্ত হয়।
চট্টগ্রামে কর্মরত সাংবাদিকগণ ২০১৬ এর জুলাই থেকে ২০১৭ এর জুনের মধ্যে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকায় প্রকাশিত তার সাড়াজাগানো প্রতিবেদনটি ১০ জুলাই ২০১৭ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে patrikaekushey@gmail.com, talukder_azad@yahoo.com এই ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিবেদকের নাম, ঠিকানা, কর্মস্থল ও সংশ্লিষ্ট প্রতিবেদন কখন, কোথায় প্রকাশ ও প্রচার হয়েছে সেই তথ্য উল্লেখ করতে হবে। প্রিন্টেড কপির পাশাপাশি সেই প্রতিবেদনের লিংক এবং টেলিভিশন প্রতিবেদনের ক্ষেত্রে সিডি/ডিবিডির পাশাপাশি ইউবটিউব লিংক যদি থাকে সংযুক্ত করতে হবে।