চট্টগ্রাম : দৈনিক সমকাল চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র প্রতিবেদক তৌফিকুল ইসলাম বাবরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।
রোববার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের করেন রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন। তিনি সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপির অনুসারী হিসেবে পরিচিত।
মামলায় চেয়ারম্যান মিল্টন অভিযোগ করেন, ‘এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের সাথে এমপি হাছান মাহমুদ, আমাকে এবং রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল ইসলামকে জড়িয়ে সমকাল পত্রিকায় একটি মিথ্যা, মনগড়া সংবাদ প্রকাশিত হয়। প্রিন্ট ভার্সনে প্রকাশের পাশাপাশি পত্রিকাটির অনলাইন ভার্সনেও প্রকাশ করা হয় সংবাদটি। এতে আমাদের মান-মর্যাদা ভূলুণ্ঠিত হয়েছে। সামাজিকভাবে আমরা হেয়প্রতিপন্ন হয়েছি।’
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া বলেন, গত ২২ জুন সমকালে প্রকাশিত এক প্রতিবেদনে বাদী ও রাজানগর ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল ইসলামকে স্থানীয় এমপি হাসান মাহমুদের ‘খাস লোক’ আখ্যায়িত করে তাদেরকে সন্ত্রাসীদের আশ্রয়দাতা বলা হয় অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২২ জুন ‘খুনের মামলার আসামিরা হাছান মাহমুদের ক্যাডার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে সমকাল। পরদিনই রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল ইসলামের পাঠানো ব্যাখ্যা দৈনিক সমকালের প্রথম পৃষ্ঠায় ‘ড. হাছান মাহমুদকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ’ শিরোনামে প্রকাশিত হয়।