চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের অভিযোগের ঘটনায় মামলা করায় নির্বাচন কমিশনকে সাধুবাদ জানিয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
শনিবার সকালে নিজ বাসভবনে পটিয়ার শিকলবাহা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
শনিবার সন্ধ্যায় মহিউদ্দিন চৌধুরীর একান্ত সচিব মুহাম্মদ ওসমান গণি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, ইউপি নির্বাচন নিয়ে কিছু অবাঞ্চিত ঘটনা ঘটেছে। বাঁশখালীর সরকার দলীয় সাংসদও নিজের অনুগত প্রার্থীর পক্ষে অনৈতিক কাজে জড়িত করতে সরকারি ক্যাডার ভূক্ত কর্মকর্তাকে প্রহার করেছেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশন মামলা করায় আমি নির্বাচন কমিশনারকে সাধুবাদ জানাই।
প্রসঙ্গত গত বুধবার সকালে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে ইউএনও কার্যালয়ে ডেকে নিয়ে স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মারধর করেছেন বলে অভিযোগ উঠে। নির্বাচন কর্মকর্তার দাবি, ইউপি নির্বাচনে ‘ফর্দ অনুযায়ী’ ভোটগ্রহণ কর্মকর্তা ‘নিয়োগ না দেওয়ায়’ তাকে মারধর করা হয়।
এ ঘটনার পর বুধবার বিকালেই বাঁশখালীর ১১ ইউনিয়নে ভোট স্থগিত ও সাংসদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এরপর গত বৃহস্পতিবার রাতে বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে ইসি।