চট্টগ্রাম: বাংলাদেশের প্রবৃদ্ধির হার বর্তমান অর্থবছরে ৭ শতাংশে পৌঁছাবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ মইনুল ইসলাম।
শনিবার বিকেলে ‘বাংলাদেশের বাজেটে রাষ্ট্রচরিত্রের প্রতিফলন’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
চট্টগ্রাম নগরীর জামালখানে চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে ব্যাংকার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ।
মইনুল ইসলাম বলেন, ২০১৬-১৭ অর্থবছরের ঘোষিত বাজেটে গতবারের তুলনায় ৭৬ হাজার ৪০ কোটি টাকা বেশি ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু এটি কীভাবে অর্থায়ন করা যাবে তার বিশ্বাসযোগ্য ব্যাখ্যা নেই। বাজেটে উচ্চাভিলাষী হওয়াটা দোষের নয়। কিন্তু এই উচ্চাভিলাষ যদি বিশ্বাসযোগ্যতার সীমা ছাড়িয়ে যায়, তাহলে অর্থমন্ত্রী মহোদয় হাসির খোরাক হয়ে যেতে পারেন।
চলমান নির্বাচন সম্পর্কে তিনি বলেন, নির্বাচনকে কোথায় নিয়ে গেছে। আমার তো মনে হয় নির্বাচন নেই। কি নির্বাচন হচ্ছে, নাউজুবিল্লাহ। এর আগে আমরা ৫টি অত্যন্ত খেয়ালি নির্বাচন করেছি। সেখান থেকে আবার পেছনে ফিরে গেছি। আবার নির্বাচন আর গণতান্ত্রিক ব্যবস্থা থমকে গেল। এটা অনেক ক্ষতি হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে একদিন ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। নিজের হাতে একটি নির্বাচনী ব্যবস্থা আর গণতান্ত্রিক ব্যবস্থাকে শেষ করে দিলেন তিনি।
চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ। স্বাগত বক্তব্য দেন ব্যাংকার্স অ্যালায়েন্স অব বাংলাদেশের সভাপতি শাকিল মাহমুদ।