চট্টগ্রাম: মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার আরোহী রিমা আকতার (১৭) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারিয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রিমা আকতার জোরারগঞ্জের মেহেদীনগর গ্রামের আবদুর রহমানের মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. সাহাবউদ্দিন বলেন, মুমূর্ষ অবস্থায় এক কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।