চট্টগ্রাম: নগরের পতেঙ্গা থানাধীন কাটগড় এলাকা থেকে জাহিদুল ইসলাম (৩৭) ওরফে দুর্লভ নামে ছাত্রলীগের সাবেক এক নেতা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জাহিদুল কাঠগড় মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি ছাত্রলীগের গত কমিটির সদস্য ছিলেন।
জাহিদুলের মামা মাজহারুল ইসলাম বলেন, রোববার রাতে চুল কাটাতে বের হন জাহিদুল। রাত দুইটায়ও ঘরে না ফেরায় খোঁজ নিয়ে দেখা যায় তার মুঠোফোন বন্ধ। পরে আজ সোমবার সকালে পতেঙ্গা থানায় জিডি করা হয়।
মাজহারুল ইসলাম দাবি করেন, সোমবার বিকেলে অজ্ঞাত এক নম্বর থেকে ৯০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই টাকা দিলে জাহিদুলকে ফেরত দেওয়া হবে বলে জানান। তবে পুলিশের পরামর্শে ওই টাকা দেওয়া হয়নি।
পতেঙ্গা থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, গতকাল রোববার রাত থেকে জাহিদুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার। জাহিদুল কাভার্ড ভ্যান, মাল্টিপারপাস সমিতিসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। তিনি অপহরণের শিকার কি না, তদন্ত করে দেখা হচ্ছে।