চট্টগ্রাম : অটোরিক্সায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতে জড়িয়ে এক ব্যক্তি মারা গেছেন। নগরীর হামকারবাগ এলাকায় সোমবার ভোরে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বলরাম (৪১)
চট্টগ্রাম মেডিকেল সূত্র জানায়, ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত বলরামকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।