চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বাড়বকুণ্ড বাজারের পশ্চিম দিকের একটি দোকানের পেছন থেকে পা ও মুখ বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুস শহীদ (৬৪) উপজেলার বাড়বকুণ্ড এলাকার বাসিন্দা। বাড়বকুণ্ড বাজারে একটি মুদি দোকান পরিচালনা করতেন তিনি তিনি। লাশের গলার ডান পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
সীতাকুণ্ড থানা পুলিশ জানায়, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মহাসড়কের পাশে বাজারের একটি দোকানের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাত ২টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দিয়ে বাড়ি ফেরেননি শহীদ। সকালে পা ও মুখ বাধা অবস্থায় তার লাশ পাওয়া যায়। স্বজনদের বরাতে এই তথ্য জানায় পুলিশ।