চট্টগ্রামে রথযাত্রা উদযাপিত

চট্টগ্রাম : বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হলো জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। রোববার দুপুরের পর থেকে নগরীর তুলসী ধাম, প্রবর্তক মোড় ইসকন মন্দির, নন্দনকানন ইসকন মন্দিরসহ কয়েকটি স্থান থেকে বের করা হয় রথযাত্রা। পৃথক এ রথযাত্রায় বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী অংশ নেন।

বিকালে নগরীর রথের পুকুর পাড়ে তুলসী ধামের সামনে থেকে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে রথযাত্রার উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

তুলসীধামের রথটি রথের পুকুর পাড় থেকে শুরু হয়ে সিনেমা প্যালেস, চেরাগী পাহাড়, লাভ লেইন হয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। আরেকটি রথযাত্রা বের করা হয় প্রবর্তক মোড় ইসকন মন্দির থেকে।

বিভিন্ন দেবদেবীর ও নিতাই গৌরাঙ্গের ছবি সম্বলিত বিশাল রথযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি হিলে গিয়ে শেষ হয়।

এছাড়াও নন্দনকানন ইসকন মন্দির, পাথরঘাটা এলাকা থেকে পৃথক রথ বের করা হয়।