শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ঈদ জামাতের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে সিএমপি কমিশনার

প্রকাশিতঃ ২৫ জুন ২০১৭ | ২:১৩ অপরাহ্ন

চট্টগ্রাম: ঈদের প্রধান জামাত আয়োজনে নিরাপত্তার প্রস্তুতি দেখতে রোববার নগরের জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ ময়দানে যান চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার।

এসময় তিনি বলেন, ছিনতাইকারীর হাতে এক তরুণীর মৃত্যু এবং একজন বিদেশি নাগরিক ছিনতাইয়ের শিকার হওয়া ছাড়া রমজানে বড় কোন দস্যুতার ঘটনা ঘটেনি। ঈদে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি আমরা। ৯০টি মোটরসাইকেল নিয়ে পুলিশ নগরজুড়ে টহল দেবে।

রমজানে বড় কোন অঘটন না ঘটায় স্বস্তি প্রকাশ করেন সিএমপি কমিশনার ইকবাল বাহার।

এসময় মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এসএম মোস্তাইন হোসেনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় নগরের জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেশিয়াম মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে জিমনেশিয়াম মিলনায়তনে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় নগর ও শহরতলীর বিভিন্ন মসজিদ ও ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরের বাকলিয়া সিটি করপোরেশন স্টেডিয়ামে সকাল ৮টায়, লালদীঘি শাহী জামে মসজিদে সকাল ৮টা ১০ মিনিটে, আরেফিন নগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে সকাল সোয়া ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া নগরের ৪১টি ওয়ার্ডের ১৬১টি মসজিদ ও ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায়।