তরুণীর মৃত্যু, ছিনতাইকারী এরশাদ রিমান্ডে

চট্টগ্রাম: চট্টগ্রামে ছিনতাইয়ের সময় চলন্ত রিকশা থেকে পড়ে এক তরুণীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার এরশাদকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমান এই আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, তরুণীর মৃত্যুতে চকবাজার থানায় দায়ের হওয়া মামলায় এরশাদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত নগরীর জামালখান এলাকায় গত ১৩ জুন মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা শিরিন আক্তার নামের ২৪ বছর বয়সী এক রিকশাআরোহী তরুণীর ব্যাগ ধরে টান দিলে তিনি পড়ে গিয়ে আহত হন। ছয়দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান শিরিন। ওই ঘটনার পর আসামিদের ধরতে কাজ শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় ঘটনায় জড়িত এরশাদকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।