রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে কটূক্তি, বিএনপির দুই কর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিতঃ ২২ জুন ২০১৭ | ৪:০৮ অপরাহ্ন

চট্টগ্রাম: ফেইসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে চট্টগ্রামে বিএনপির দুই কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন এক ছাত্রলীগ নেতা। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম আল-ইমরান খানের আদালতে এই অভিযোগ দায়ের করা হয়।

মামলার বাদি মো. এনামুল হক মানিক চট্টগ্রাম নগরের ১৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

অভিযুক্তরা হলেন- চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার বলির হাট এলাকার মো. ছবুরের ছেলে মো. পারভেজ খান (৩২) ও একই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (৩০)। তবে অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় মামলার আরজিতে উল্লেখ করা হয়নি।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৬ সালের ২৮ আগস্টসহ বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশ্লীল ও বিশ্রী ভাষায় কটূক্তি করে আসছে দুই অভিযুক্ত। এ নিয়ে গত ২০ জুন পারভেজ খানকে বাদি এনামুল সতর্ক করলে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এই বিষয়ে বাকলিয়া থানায় অভিযোগ করতে গেলে ওসি মামলা গ্রহণ না করে আদালতে অভিযোগ দিতে পরামর্শ দেন।

বাদি পক্ষের আইনজীবি এম. সালাউদ্দিন মনসুর চৌধুরী বলেন, আসামিরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আদালত অভিযোগ গ্রহণ করেছেন। আগামী ২০ জুলাই দুই আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।