সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

| প্রকাশিতঃ ৩ জুন ২০১৬ | ১০:৪৩ পূর্বাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় ট্রাকের ধাক্কায় মোঃ লেয়াকত (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে চান্দগাঁও থানার পাঠাইন্যা গোদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ লেয়াকত চট্টগ্রামের পটিয়ার বশির আহমদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোঃ হামিদ জানান, চান্দগাঁওয়ে গভীর রাতে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন লেয়াকত। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।