রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এস কে এম মোকাম্মেল সিয়ামের কবিতা

প্রকাশিতঃ ২২ অগাস্ট ২০২২ | ৮:১৪ অপরাহ্ন


প্রহরের পারি

সৌষ্ঠব মেঘে রাঙিয়ে ফানুস
আসেনা ফাগুন আজ আর মনে,
স্বপ্নের রঙ হয় না রঙিন
ভালোবেসে দিন আর সংগীতে,
শিশিরের ধুম কাশবন ফুল
তোলেনা সহসা প্রাণে আলোড়ন,
কিশোরীর চোখ সলাজ সুহাসী
বুকের গহীনে তোলেনা কাঁপন।

সময় আকাশে ভ্রমণ বিলাসে
গিয়েছে সূর্য অস্ত বহুবার,
ঝরেছে অঝর শ্যামলিমা মেঘ
অবিরাম দিন পৃথিবীকে চুমি,
চাঁদ জাগিয়েছে মায়ার জোসনা
আঁধারের প্রেমে অগুনিত নিশি,
সেইসব দিন অভিমানে গত
সমাধিতে ফুটে শ্বেত ঘাসফুল।

আজ কেন খুব নিবিষ্ট মনে
জেগে উঠে প্রাণে জীবনের বোধ,
পৃথিবীর পানে জীবনের মানে
কী হবে জেনে এই প্রহর বেলা?
জানবে কি কভু বুভুক্ষু মন
এই পৃথিবীর সমাপ্তি আগে,
কোন তরে আসা কার তরে ভাসা
বিরামহীন এ প্রহরের স্রোত?

সময়ের ঘোড়া অবিরাম ছুটে
আমায় পৌছালো কোন জল তীর,
উজাড় মশাল দূরে ফেলে এসে
কোন আলো ছলে আমি বাঁধি নীড়,
আমি কেনো ফিরি বারবার ফিরি
আবেগশূন্য এ পাথরের পথ,
কোন সে বাহন আমায় ফেরাবে
প্রেম দরিয়ার সুনীল বন্দর?

ঘাসফড়িঙ ভোর ০৬ঃ১৫,
৩১ জুলাই ২০১৭।

অনুভূতির মৃত্যু

অনুভূতি আজ ভোতা ক্ষুরের মতো-
মনের মাঝে আর দাগ কাটে না
বেদনার নীল কষ্ট অথর্ব, বেহুশ
হৃদয় ভাসিয়ে কোন সুর জাগায় না।

ইন্টার্ন সূচির প্রথম প্রহরে
এক প্রসুতির ব্যথিত মরণ
কাতর আলোড়ন হয়ে প্রাণ মাঝে
নাড়া দিয়েছিলো মন অগোচরে-

আমার হৃদয় ভরা ছিল কোমল জল
সময়ের গর্ভে সে আজ কঠিন শীলা,
প্রবল ঝড়ে সেখানে ঢেউ জাগে না,
প্রবল বারিতে কোন জল জমে না।

মানুষের মৃত্যু, নির্মম বেদনা আর কষ্টের
চাক্ষুষ স্বাক্ষী হতে গিয়ে নিয়মিত
আরও বহুকাল আগে হয়েছে আমার-
অনুভূতির আত্মার চরম মৃত্যু।

এখন সমাহিত আত্মার সমাধিতে করি
হাড়গোড় আঁকড়ে ধরার ব্যর্থ কলরব ,
ভঙ্গুর সেই ভগ্নাংশও ঠিক হাতে ধরে না
প্রাণের সেই অনুভুতি এই কঠিন প্রাণে-

আর কখনোই ফিরে আসে না।

ঘাসফড়িঙ
১২ মার্চ ২০১৭ ঈশায়ী। (অপ্রকাশিত)

কুহকের_রাত

আমি এখন দেখি যে চাঁদ
নির্মীলিত আকাশজুড়ে আমার,
জানি তোমার আকাশ পাড়ে
ভাসে এখন একই চাঁদের আলো।

যদি তোমার দু’চোখ ভাসাও
মহাকালের এই চাক্ষুষ চাঁদে,
তবে আমি বলি চাঁদের পানে
ভাসিয়ে আমার কন্ঠনালী ভেলা-

অনুরাগের ইথারজুড়ে খুব যতনে
কর্ণকুহর তোমার যদি ধরো,
শুনতে পাবে তবেই তুমি, ভাসতে থাকা-
আমার কথার অনুরণন মালা-

আমার কোন ভুল ছিলো না,
প্রেমের কোন খাদ ছিলো না,
তোমায় আমি বেসেছিলাম, মহাকালের-
এক নিরিখে উজাড় প্রাণে ভালো।

ঘাসফড়িঙ
সন্ধ্যা ০৭ঃ৩০, অগাস্ট ২৫ ২০১৭
রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল