সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মোবাইল ফোনের কলরেট কমানো যেতে পারে : তারানা হালিম

প্রকাশিতঃ ২০ জুন ২০১৭ | ১০:২৯ অপরাহ্ন

বাসস : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, প্রয়োজনে মোবাইল ফোনের কলরেট কমানো যেতে পারে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য দিলারা বেগমের এক লিখিত প্রশ্নের জবাবে আরও বলেন, ‘মোবাইল ফোনের কলরেটের সর্বনিম্ন অবস্থানের দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বর্তমানে সর্বনিম্ন ২৫ পয়সা থেকে সর্বোচ্চ দুই টাকা কলরেট নির্ধারণ করা আছে।’

প্রতিমন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক মার্কেটে মোবাইল কোম্পানিগুলো নির্ধারিত এই কলরেটের মধ্যেই তাদের ব্যবসা পরিচালনা করে। পার্শ্ববর্তী দেশসমূহের তুলনায় এটি যথেষ্ট কম।

তিনি বলেন, বর্তমানে দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১৩ কোটি ৩১ লাখ ১৪ হাজার ২০৬ এবং ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৭ কোটি ৭৭ হাজার ৯৬৯।

ন্যাপের আমিনা আহমেদের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জনগনের নিকট ইন্টারনেট সেবা পৌছে দেয়ার জন্য দু’টি বেসরকারী প্রতিষ্ঠানকে নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) লাইসেন্স দেয়া হয়েছে। প্রতিষ্ঠান দু’টি হচ্ছে ফাইবার অ্যাট হোম লিমিটেড ও সামিট কমিউনিকেশন লিমিটেড।