তথ্যপ্রযুক্তি ডেস্ক : কৃচ্ছতা সাধনের জন্য ফাইভ-জি প্রকল্প স্থগিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ফোর-জি নেটওয়ার্কে শক্তিশালী করতে নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ফাইভ জি প্রকল্প স্থগিত করেছেন। যেহতু কৃচ্ছতা সাধনের চেষ্টা করছি। সে কারণে মূলত এই প্রকল্প স্থগিত করা হয়েছে।
কারণ হিসেবে মন্ত্রী বলেন, ফাইভ-জি প্রকল্প পাস হলে আমাদের কিছু জিনিস আমদানি করতে হত। তাই আপাতত এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পরবর্তী সময়ে এই প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।