যোগব্যায়ামের সাথে ধর্মের সম্পর্ক নেই : অনুপম সেন

চট্টগ্রাম: ইয়োগা বা যোগব্যায়ামের সাথে ধর্মের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন সমাজ বিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।

শনিবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবে ভারতীয় সহকারী হাইকমিশন আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক ইয়োগা দিবসের কর্মশালায় তিনি এই কথা বলেন।

অনুপম সেন বলেন, বর্তমানে বিশ্বে কোটি কোটি লোক যোগাসন করেন। এই উপমহাদেশে যোগব্যায়ামের সূচনা হয়েছিল। এটি কখনও ধর্মের কোন ব্যাপার নয়। যোগব্যায়াম মনের আয়ু বাড়িয়ে দেয়, উত্তেজনা প্রশমন করে। চিকিৎসকরা এখন বলছেন, উচ্চ রক্তচাপ হলে যোগাভ্যাস করা দরকার। নিউরোলজির বিভিন্ন রোগের ক্ষেত্রে এটি অনেক উপকারী ব্যায়াম। এটা চিত্তবৃত্তি নিরোধক। চিত্তকে নিয়ন্ত্রণ করে।

কর্মশালায় ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার বলেন, ইয়োগা দিবসের মাত্র তিন বছরে অনেক বাধা-বিপত্তি এসেছে। নানাজন নানা কথা বলেছেন। অথচ যোগ আর ধ্যান মন ও শরীরের সমন্বয় সাধন করে। এর সাথে ধর্মের কোন ধরনের যোগ নেই।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইয়োগা অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুনের পরিচালনায় বিভিন্ন ধরনের যোগব্যায়াম প্রদর্শন করা হয়। কর্মশালায় বিভিন্ন শ্রেণিপেশার প্রায় আড়াই’শ মানুষ অংশ নেন।