মাদার গাছের খাম্বা
কনিষ্ঠকে স্নেহ করা
‘বুদ্ধিমানের কাজ না’
জ্যেষ্ঠজনের জুতা পালিশ
এইটা কোনো লাজ না।
এই কিসিমের চিড়িয়াগুলা
বেজায় রকম মিসকে
নিজকে ভীষণ বড় ভাবে
আসলেতো ছিঁচকে।
কনিষ্ঠদের সাথে দেখায়
বাঘের মতো তেজটা
জ্যেষ্ঠজনের সামনে গেলে
গুটিয়ে ফেলে লেজটা।
সকল কাজে হুক্কাহুয়া
কখনও বা হাম্বা
চিজগুলোকে নাম দিয়েছি
মাদার গাছের খাম্বা।