দেশের যুবসমাজ সন্ত্রাস, চাঁদাবাজি, ইয়াবায় ক্ষতবিক্ষত : বাবলু

চট্টগ্রাম : জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ সহকারী সাবেক মন্ত্রী জিয়াউদ্দীন আহমেদ বাবলু এমপি বলেছেন, দেশের যুবসমাজ এখন সন্ত্রাস, চাঁদাবাজি ও ইয়াবার ছোবলে ক্ষতবিক্ষত। শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে দেশে। হতাশা থেকে দেশের ভবিষ্যৎকাণ্ডারি যুবসমাজকে রক্ষা করতে হবে। কোনো অবস্থাতেই যুবসমাজের সুন্দর জীবন নষ্ট হতে দেয়া যাবে না।

তিনি বলেন, জাতীয় পার্টির শাসনামলে এমন পরিস্থিতি ছিল না। যুবসমাজ সে সময় কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে দেশগড়ার কাজে মনোযোগী ছিলেন। জাতীয় পার্টির সময় দেশে বেকারত্ব, সন্ত্রাস, চাঁদাবাজি ছিলো না। তাই যুবসমাজকে রক্ষায় পল্লীবন্ধু এরশাদের নেৃতত্বে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যেতে হবে। তিনি যুব সমাজকে সুন্দর জীবন গড়তে পল্লীবন্ধু এরশাদের নেৃতত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শুক্রবার বিকেলে ৫টায় চট্টগ্রাম মহানগর জাতীয় যুব সংহতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত তিনি এই আহ্বান জানান।

নগর যুব সংহতির সভাপতি এস এম সাইফুল্লাহ সাইফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক এ.কে.এম নুরুল বশর সুজনের পরিচালনায় দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি মাহজাবীন মোরশেদ এমপি বলেন, জাতীয় পার্টিই একমাত্র রাজনৈতিক দল যে দল দেশের উন্নয়ন সমৃদ্ধি ও কল্যাণের রাজনীতি করে।

সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা প্রাক্তন সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি শামসুল আলম মাস্টার, নগর জাপার সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক আলহাজ্ব এয়াকুব হোসেন, উত্তর জেলার সাধারণ সম্পাদক শফিক উল আলম চৌধুরী।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর জাপার যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন জ্যাকি, সাংগঠনিক সম্পদাক রেজাউল করিম রেজা, হাজী শওকত আকবর, যুব সংহতির কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকী, নগর যুব সংহতির সহ সভাপতি এম এন ইসলাম, মো: সেলিম, মো: কামরুল ইসলাম, সালেহ আহমদ ভুইয়া, এম এ শুক্কুর, মাহমুদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম টিটু, নূর মোহাম্মদ তালুকদার, এনামুল হক রাশেদ, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন তুষার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, ডবলমুরিং থানার অধ্যাপক আবদুল করিম রাজু, পাঁচলাইশ থানার সালাউদ্দিন বাবলু, চকবাজার থানার অধ্যাপক রাশেদ, কবি প্রদীপ প্রৌজ্জল, বন্দর থানা আরমান হোসেন, পতেঙ্গা থানা আবু সুফিয়ান, আকবর শাহ থানার মো: বেলাল হোসেন, নগর কৃষক পার্টির সভাপতি এনামুল হক বেলাল, সাধারণ সম্পাদক পিকাশ শীল সাগর, নগর সৈনিক পার্টির সদস্য সচিব হাফিজুর রহমান, মহানগর যুবনেতা সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আরিফ, আবদুল কাদের, দক্ষিণ জেলা ছাত্র সমাজ সভাপতি মো: সোলায়মান, নগর ছাত্র সমাজ সভাপতি রাশেদুল হক খোকন প্রমুখ।