চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৬ হাজার ইয়াবা ও ৪২ লাখ টাকাসহ তিনজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এ অভিযান শুরু করে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।
আটককৃতরা হলেন- কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ী শাহ আজমের স্ত্রী সেলিনা বেগম, হামিদা বেগম ও মো. আলম।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘বায়েজিদের শীতলঝর্না এলাকায় নম্বরবিহীন একটি প্রাইভেট কার আটক করা হয়। ওই কারে থাকা দুই নারীসহ তিনজনকে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৬ হাজার ইয়াবা পাওয়া যায়।’
‘এরপর আটককৃতদের তথ্য অনুযায়ী সুগন্ধা আবাসিক এলাকার সি ব্লকের ৪ নম্বর সড়কের ৮৫ নম্বর বাসার তৃতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ওই বাসায় তল্লাশি চালিয়ে মাদক বিক্রির ৪২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।’ –বলেন ওসি মোহাম্মদ মহসীন।