চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকা থেকে ৮টি স্বর্ণের বারসহ রাজীব ধর (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল কর্ণফুলী থানা পুলিশ মইজ্জারটেক চেকপোস্টে তল্লাশি চালিয়ে এই স্বর্ণের বার উদ্ধার করে। প্রতিটি বারে ১৬৬ গ্রাম করে সর্বমোট স্বর্ণের পরিমাণ ১ কেজি ৩২৮ গ্রাম।
কর্ণফুলী থানার অফিসার ইনর্চাজ (ওসি) তদন্ত হাসান ইমাম একুশে পত্রিকাকে জানান, স্বর্ণের বারগুলো চকরিয়া থেকে নগরীর হাজারী লেনে নিয়ে যাচ্ছিলেন রাজীব ধর। কর্ণফুলী থানা পুলিশের নিয়মিত তল্লাশির সময় স্বর্ণের বারসহ পুলিশ তাকে গ্রেফতার করে।
এব্যাপারে কর্ণফুলী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।