ঢাকা: সোনাক্ষি সিনহা তার নতুন সিনেমা নিয়ে ব্যস্ত। সিনেমাটর নাম ‘নুর’। এই ছবির শুটিং শুরু হবে জুলাই মাসে। এটি পরিচালনা করেছেন সুনীল সিপ্পি।
এখন সিনেমাটির লুক টেস্ট আর প্রি-প্রোডাকশন। তার ফাঁকেই লিক হল নতুন ছবিতে নায়িকার নতুন লুক।
ছবিটি পাকিস্তানের সাংবাদিক সাবা ইমতিয়াজ-এর একটি উপন্যাস ‘করাচি ইউ আর কিলিং মি’ থেকে অনুপ্রাণিত।
এই ছবিতে সাংবাদিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোনাক্ষি সিনহা। নতুন ছবির জন্য তাঁর লুকও নতুন।
শোনা যাচ্ছে একমাসের মধ্যে নাকি শুটিং শেষ হবে। তার পর পোস্ট প্রোডাকশন পেরিয়ে ছবি রিলিজ হতে হতে সম্ভবত পরের বছরের গোড়ার দিক।