চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকার সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের একটি ব্যাগের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে মার্কেটের তৃতীয় তলায় ‘ল্যাগেজ কালেকশন’ এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই ব্যাগের দোকানে আগুনের সূত্রপাত হয়। আগ্রাবাদ, ইপিজেড, বন্দর ও নন্দনকানন ইউনিটের ১০ টি গাড়ি দুই ঘন্টার চেষ্টায় ভোর সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, আগুনে দোকানের বিভিন্ন মালামাল পুড়ে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার মালামাল।