মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে মেয়রের টিম

প্রকাশিতঃ ১৬ জুন ২০১৭ | ১২:৪৮ পূর্বাহ্ন

চট্টগ্রাম : সরকারি সংস্থার পাশাপাশি রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ কছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এজন্য মেয়র আ জ ম নাছির উদ্দীন সিটি করপোরেশনের উদ্যোগে বাজার মনিটরিং-এর ব্যবস্থা করেছেন। সিটি করপোরেশনের মনিটরিং টিম বাজার নিয়ন্ত্রণে নগরজুড়ে কাজ করছে। বৃহস্পতিবার বিকেল নগরীর এক কিলোমিটার এলাকায় দরিদ্রদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এই কথা জানান মেয়র।

পবিত্র রমজানের আত্মশুদ্ধি, শিক্ষা ও সংযমের কথা স্মরণ করে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধান অতিথির বক্তব্য আ.জ.ম নাছির উদ্দীন বলেন, রমযান সিয়াম সাধনার মাস আত্মশুদ্ধির মাস, আত্মসংযমের মাস। এই মাসে মানুষ পাপ থেকে নিস্কৃতির জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে ক্ষমা প্রার্থনা করে। সমাজে যারা বিত্তশালী আছেন তারা যদি এই রমজান থেকে শিক্ষা নিয়ে সমাজে দরিদ্র শ্রেণীর পাশে দাঁড়ান তাহলে সমাজে দারিদ্র্যের সংখ্যা হ্রাস পাবে।

চান্দগাঁও বঙ্গবন্ধু পরিষদ এর উদ্যোগে আয়োজিত এই ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ফয়সাল বাপ্পি। চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি নবী আলম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহামুদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মোঃ ঈসা, ৩৩নং ফিরিংঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ৬নং পূর্বষোল শহর ওয়ার্ড কাউন্সিলর এম.আশরাফুল আলম।

উপস্থিত ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য কে. এম. শহীদুল কাউছার, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা তছকির আহম্মদ, চান্দগাঁও বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা মিনহাজুল আবেদীন সায়েম, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ফারুকুল ইসলাম, এস.এম.জেড খসরু, নগর স্বেচ্ছসেবকলীগ নেতা আব্দুর রশিদ লোকমান, শফিউল বাহার, আখতারুজ্জামান রুমেল, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইয়াছিন আরাফাত, যুবলীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন, তারেক ইকবাল চৌধুরী, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য মহিউদ্দীন মাহী, যুবলীগ নেতা দিদারুল আলম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক মনির চৌধুরী, উপ ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক আবু সায়েম সেতু, চট্ট্গ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দীন গিফারী, গাজী আক্কাছ, হেমাায়াতুল ইসলাম খান মুন্না, আইন কলেজ ছাত্রলীগের সভাপতি নোমান জিহাদ, আবদুল্লাহ আল সুমন, কাইছার আলম মুন্না, এম আর কে আবিদ, জাফর আলম, মোহাম্মদ শান্ত উসমান, আবু তৈয়ব মিজান, মহিবুল ইসলাম শুভ, আনন্দ মজুমদার, মোহাম্মদ জাহেদ, মাহবুব, রবি, মোহাম্মদ হানিফ, আতিকুর রহমান, এস এম জাকির, মামুন ইসলাম, মোহাম্মদ হারুন, সাইফু উদ্দিন, রিয়াজ উদ্দিন, মোঃ ফরিদ প্রমুখ।