মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

এখন মাটিতে, ফ্লোরের মধ্যে শুই : মওদুদ

প্রকাশিতঃ ১৫ জুন ২০১৭ | ১০:২৪ অপরাহ্ন

ঢাকা: সম্প্রতি গুলশানের বাড়ি থেকে উচ্ছেদ সম্পর্কে আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, এখন মাটিতে, ফ্লোরের মধ্যে শুই। খাটটাট তৈরি হলে আশা করি খাটের মধ্যে শোয়ার একটু সুযোগ পাব।

বর্তমানে কোথায় থাকছেন? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে মওদুদ আহমদ বলেন, আমাদের একটা ফ্ল্যাট আছে। খাটটাট সবকিছু ভেঙে ফেলেছে ওরা। সেগুলো আজকে থেকে শংকর বলে আমার পুরোনো একজন কাঠের মিস্ত্রি আছে, সে আজকে কাজ শুরু করেছে, সেগুলো জোড়া লাগবে। এখন মাটিতে, ফ্লোরের মধ্যে শুই। কিন্তু খাটটাট তৈরি হলে আশা করি খাটের মধ্যে শোয়ার একটু সুযোগ পাব।

মওদুদ বলেন, জোর করে গায়ের জোরে বেআইনিভাবে একেবারে চর দখলের মতো আমার বাড়িটা তারা দখল করেছে। এটা একটা সত্যিকার অর্থে মানবাধিকারের লঙ্ঘন। তিনি বলেন, আমার এক হাজার বছর পুরোনো একটি মাটির বাটি (ইজিপশান) খুঁজে পাচ্ছি না। সেই ধরনের অনেক ব্যক্তিগত যে সংগ্রহ, ছোটখাটো সুভ্যিনর যেগুলো মানুষ স্মরণ করে। তারপর আমার দুই পুত্রসন্তান তারা এই পৃথিবীতে নেই। কিন্তু তাদের অনেক স্মৃতি এই বাড়ির সঙ্গে, সেগুলো ধ্বংস করার, নষ্ট করার অধিকার তাদের কে দিয়েছে?

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিও।