মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

যানজট নিরসনে ৩০ স্বেচ্ছাসেবক

প্রকাশিতঃ ১৫ জুন ২০১৭ | ৭:৩৭ অপরাহ্ন

চট্টগ্রাম: রমজানের রাতে চট্টগ্রাম নগরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ শুরু করেছেন ৩০ জন স্বেচ্ছাসেবক। বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের এই তরুণেরা যানজট নিয়ন্ত্রণে বৃহস্পতিবার রাত থেকে পুলিশের সঙ্গে কাজ করছেন।

২০১৪ সাল থেকে রমজান মাসের শেষ দিকে বিভিন্ন মার্কেটের সামনে যানজট নিরসনে পুলিশকে সহযোগিতা দিয়ে আসছে বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাব। এবার নগরীতে দুটি জোনে বিভক্ত হয়ে কাজ করবে ৩০ জন স্বেচ্ছাসেবী। কল্লোল সুপার মার্কেট থেকে আফমি প্লাজা পর্যন্ত একটি জোন এবং স্যানমার ওশান সিটি এলাকায় আরেকটি জোন। স্বেচ্ছাসেবীদের বেশির ভাগই শিক্ষার্থী। বাকিরা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার; তিনি বলেন, নগরের মার্কেটগুলোর সামনে যাতে যানজট না হয়, সে জন্য স্বেচ্ছাসেবকেরা বৃহস্পতিবার থেকে কাজ করবেন। ২৪ জুন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত সময়ে স্বেচ্ছাসেবকরা কাজ করবেন। একই সঙ্গে মানুষকে ট্রাফিক আইন সম্পর্কেও সচেতন করবেন তারা।

বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের সভাপতি মো. হুমায়ুন মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য্য, উপ-কমিশনার (উত্তর) মোঃ আব্দুল ওয়ারীশ, উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) মোঃ সুজায়েত ইসলাম, চট্টগ্রাম ভিত্তিক বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়েদ হাসান খান প্রমুখ।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, তরুণেরা স্বেচ্ছায় যানজট নিরসনের মতো কাজে এগিয়ে এসেছে। এটি অত্যন্ত ইতিবাচক।