ঢাকা: বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে ২০১৬-২০১৭ অর্থবছরের ঘোষিত বাজেটকে প্রত্যাখ্যান করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি এই বাজেটকে মিথ্যা, চুরি ও দুর্নীতির বাজেট বলে আখ্যায়িত করেন।
বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট নিয়ে ব্যক্তিগত প্রতিক্রিয়ায় রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাজেটে সাধারণ মানুষের কোনো রকম অধিকার থাকবে না বা জনকল্যাণও হবে না।’
রিজভী দাবি করেন, ‘এখানে বিনিয়োগের কোনো জায়গা নেই। লাখ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘এটা আমার ব্যক্তিগত প্রতিক্রিয়া। পরবর্তী সময়ে দলের শীর্ষ নেতারা এ নিয়ে হয়তো প্রতিক্রিয়া জানাবেন।’
এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অন্য এক অনুষ্ঠানে রিজভী বাজেট প্রসঙ্গে বলেন, ‘ভোটারবিহীন সরকার, যাদের কোনো জনসমর্থন নেই তাদের বাজেটে আবার কিসের প্রতিক্রিয়া?’