মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

পাহাড়ে উচ্ছেদে রাজনৈতিক বাধা সহ্য করা হবে না : ওবায়দুল কাদের

প্রকাশিতঃ ১৫ জুন ২০১৭ | ২:১২ অপরাহ্ন

চট্টগ্রাম: পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি সরিয়ে নেয়ার ক্ষেত্রে কোন ধরনের রাজনৈতিক বাধা সহ্য করা হবে না বলে জানিয়ে দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের বাটালি পাহাড়সহ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে যান তিনি। বাটালি পাহাড় পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে কোনো পলিটিক্যাল প্রভাব সহ্য করা হবে না। লক্ষ লক্ষ মানুষের জীবনের ব্যাপার। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উদ্ধার করার সময় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ আসলে তা কঠোরভাবে দমন করা হবে। মানুষ বেঁচে থাকলে তো জীবিকা। জীবন রক্ষার জন্য জোর করে সরিয়ে নিতে হবে। উচ্ছেদ নয়, ঝুঁকিপূর্ণ জীবন থেকে প্রয়োজনে বলপ্রয়োগ করে উদ্ধার করতে হবে।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের উপর কোন হাত নেই, এটা ঠিক। তবে আমরা নিজেরা তো প্রতিকারমূলক ব্যবস্থা নিতে পারি। সেগুলো আগেভাগেই না নিয়ে, বিপর্যয়ের পর রিঅ্যাকটিভ ভূমিকা অর্থাৎ মরদেহ উদ্ধার করা, ত্রাণ দেওয়া, এগুলো করলে তো হবে না। সারা বছর নাকে তেল দিয়ে ঘুমিয়ে আমরা যদি শুধু রিঅ্যাকটিভ ভূমিকা পালন করি, তাহলে এই ধরনের মানবিক বিপর্যয় রোধ করা যাবে না।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, রাঙামাটি-বান্দরবানে দুর্ঘটনার জন্য আমি দায়ী করব অপরিকল্পিত বসতিকে। সেখানে যারা বসবাস করছে তারা গরিব মানুষ। তারা জানে যে তাদের এই থাকাটা ঝুঁকিপূর্ণ, তারপরও যার যার বাড়িঘর, লোটা-বাটি, যা যা সম্পদ আছে সেটা ছেড়ে কেউ তার ঘর থেকে যেতে চায় না।

তিনি বলেন, রাঙামাটিতে ভূমিধস যে হয়েছে, অনেকগুলো প্রাণ ঝরে গেছে। অথচ সেনাবাহিনী তাদের বলেছিল। দশ মিনিট আগে বলা হয়েছিল, তোমরা সরে যাও। যে কোন সময় উপর থেকে পাহাড়ের খন্ড ধসে পড়তে পারে। তারা সরেনি, প্রাণ দিয়েছে। এই যে মানসিকতা, সাইক্লোনের সময়ও দেখা যায় শেল্টারে আসতে চায় না। জোর করে আনতে হয়।

এসময় মন্ত্রীর সাথে ছিলেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংসদ আফসারুল আমীন, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ। লালখান বাজার এলাকা থেকে মন্ত্রী ওবায়দুল কাদের যান ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড হালিশহরের ফইল্যাতলি বাজার এলাকা পরিদর্শনে।