চট্টগ্রাম: ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত নগরের বাকলিয়া এলাকার বাসিন্দাদের খোঁজখবর নিতে চাক্তাই খালের বিভিন্ন অংশ নৌকায় চড়ে পরিদর্শন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম।
বুধবার দুপুরে নৌকায় চড়ে চাক্তাই খালের কোরবানিগঞ্জ, মিয়াখান নগর, বাদামতলি, মাস্টারপুল ও দেওয়ানবাজার এলাকা পরিদর্শন করেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।
সোমবার চাক্তাই খালের তীরবর্তী নগরীর প্রধান বাণিজ্যকেন্দ্র চাক্তাই-খাতুনগঞ্জ, আছাদগঞ্জ, কোরবানিগঞ্জ ও বাকলিয়ার বিভিন্ন এলাকা তলিয়ে যায়। তবে মঙ্গলবার সকালে ওইসব এলাকা থেকে পানি নেমে যায়।
সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, জলাবদ্ধতা লাঘবের প্রশ্নে মানুষ আর কোনো অজুহাত শুনতে চায় না। জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় কাজ সিটি করপোরেশন করবে, নাকি ওয়াসা করবে অথবা সিডিএ এ নিয়ে সময় নষ্ট করার অবস্থা এখন আর নেই।
সিডিএ চেয়ারম্যান বলেন, অবৈধ দখল উচ্ছেদ, আবর্জনা ফেলা বন্ধ, নিয়মিত খাল খনন ও আর্বজনা পরিষ্কার করা হলে আবারও আগের খাল ফিরে পাওয়া সম্ভব। যারা খাল দখল করে আছেন অন্যায়ভাবে, অবৈধভাবে তাদেরকে উচ্ছেদ করে খালের পাশে রাস্তা করা হবে। আশাকরি ভবিষ্যতের কথা চিন্তা করে আপনাদের সাময়িক কষ্ট হলেও আমাদের সাহায্য করবেন।
এসময় উপস্থিত ছিলেন সিডিএর বোর্ড সদস্য জসিম উদ্দিন, কে বি এম শাহজাহান, জসিম উদ্দিন শাহ, নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমদ প্রমুখ।