মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে মেয়র নাছির

প্রকাশিতঃ ১৪ জুন ২০১৭ | ৫:৫০ অপরাহ্ন

চট্টগ্রাম: ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড নগরীর দক্ষিণ কাট্টলী ও উত্তর হালিশহর এলাকার ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বুধবার ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করে ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন মেয়র।

এ সময় মেয়র বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে ঢেউটিন, গৃহনির্মাণ সামগ্রী, চাউল সহ যাবতীয় সহযোগিতা এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ নগদ অর্থ প্রদান করা হবে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা হবে।

মেয়র বলেন, প্রাকৃতিক এ দুর্যোগের পেছনে কারোর হাত ছিল না। প্রকৃতির এ তান্ডব সহ্য করা ছাড়া ভিন্ন কোন পথ খোলা নেই। ক্ষতিগ্রস্তদের মানসিকভাবে ধৈর্য্য ধারন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

এ সময় ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত গত সোমবার ভোর রাতে ঝড়ো হাওয়ায় নগরীর দক্ষিণ কাট্টলী ও উত্তর হালিশহর এলাকা লন্ডভন্ড হয়ে যায়। ওই এলাকায় ঘর-বাড়ি ও গাছ ভেঙে ও বিদ্যুতের খুটি উপড়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভবনের দেওয়াল ধসে নিহত হন মো. হানিফ নামে এক রিক্সা চালক।