চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রাজানগর ও ইসলামপুর ইউনিয়নে পাহাড় ধসের ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পাহাড় ধসে ইসলামপুর ইউনিয়নের মইন্যারটেকে পাঁচজন এবং পাহাড়তলী ঘোনায় আটজনের মৃত্যু হয়। আর রাজানগর ইউনিয়নের জঙ্গল বগাবিলে ভোরে পাহাড় ধসে আটজন মারা যায়।
জঙ্গল বগাবিলে নিহতরা হলেন- নজরুল ইসলাম কালু (৪০) তার স্ত্রী আসমা আক্তার (৩০), তাদের সন্তান মঞ্জুরুল ইসলাম (১২), সাথী আক্তার (৭), মো. ইসমাঈল (৪২) ও তার স্ত্রী মনিরা খাতুন (৩৭) এবং তাদের সন্তান ইশা মনি (৮) ও ইভামনি (৪)।
ইসলামপুরে নিহতরা হলেন- শেফালী বেগম, মো.হোসেন, মো.পারভেজ, রিজিয়া বেগম, মুনমুন আক্তার, হিরু মিয়া, মো. সুজন (২৪), তার স্ত্রী মুন্নী আক্তার, ফালুমা আক্তার, জোৎস্না আক্তার ও মীম আক্তার। এই ইউনিয়নে নিহত অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, হতাহত পরিবারগুলো পর্যাপ্ত আর্থিক সহায়তা পাচ্ছে না। রাঙ্গুনিয়ায় এতবড় বিপর্যয়ের পরও সরকার-প্রশাসনের উর্ধ্বতন কেউ ঘটনাস্থলে আসেননি।
রাঙ্গুনিয়া থেকে মো. মুবিন চৌধুরীর পাঠানো ছবিতে পাহাড় ধস ও স্থানীয়দের উদ্ধার তৎপরতার খন্ডচিত্র: