সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

গ্রামীণফোনের সিম বিক্রি বন্ধ

প্রকাশিতঃ ২৯ জুন ২০২২ | ১০:১৪ অপরাহ্ন


ঢাকা : ভয়েস কল ও ইন্টারনেটের ক্ষেত্রে মানসম্মত সেবা দিতে ব্যর্থ হওয়ায় মোবাইল অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রি নিষিদ্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

বুধবার (২৯ জুন) রাতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত না তারা তাদের সেবার মান ভাল করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তাদের নতুন সিম বিক্রি বন্ধ থাকবে।’

বিটিআরসির তথ্য বলছে, চলতি বছরের মে পর্যন্ত গ্রামীণফোনের বর্তমানে আট কোটি ৪৯ লাখ ৫০ হাজার গ্রাহক আছে।

বুধবার দুপুরে বিষয়টির অনুমোদনের পরে বিটিআরসি এক নির্দেশনা গ্রামীণফোনে পাঠিয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন সিম বিক্রি করতে পারবে না প্রতিষ্ঠানটি।