চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ঝড়ো বাতাসের মধ্যে তীব্র ঢেউয়ে সিমেন্টের কাঁচামাল নিয়ে দুইটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। তবে দুই জাহাজের ২৮ জন নাবিক নিরাপদ আশ্রয়ে রয়েছেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম বলেন, সোমবার দুপুর সোয়া ১টায় জালিয়াপাড়া তীরবর্তী গভীর সমুদ্রে ‘হাজী কায়েস’ নামের লাইটার জাহাজটি ডুবে যায়। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ভাটিয়ারি উপকূলের দিকে গভীর সমুদ্রে ‘অলিম্পিক-২’ নামের জাহাজ ডুবে যায়। ‘অলিম্পিক-টু’ জাহাজে ১৫ জন এবং ‘হাজী কায়েস’ জাহাজে ১৩ জন নাবিক ছিল। তাদেরকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘হাজী কায়েস’ নামের জাহাজটি বহির্নোঙ্গর থেকে এক হাজার ৭০০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে তীরের দিকে আসার পথে সাগরে ডুবে যায়। ‘হাজী কায়েস’ জাহাজটি মদিনা গ্রুপের। অন্যদিকে ভাটিয়ারি তীরবর্তী গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ক্লিংকার বোঝাই করার সময় ‘অলিম্পিক-টু’ নামের জাহাজটি ডুবে যায়
লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম বলেন, প্রচন্ড ঢেউয়ে ‘অলিম্পিক-টু’ জাহাজটি কাত হয়ে ডুবতে শুরু করে। পরে এটি তীরের দিকে আসতে চাইলেও ডুবে যায়। জাহাজটিতে প্রায় এক হাজার ২০০ মেট্রিক টন ক্লিংকার ছিল। এই জাহাজটির মালিক অলিম্পিক সিমেন্ট লিমিটেড