চট্টগ্রাম: চট্টগ্রামে ৬০ লাখ টাকার চেক প্রতারনা মামলায় শাহীনা আকতার নামের এক নারীকে এক বছরের কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার চট্টগ্রাম মহানগর যুগ্ম দায়রা জজ ৭ম আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহীনা আকতার জেরাত সল্ট সাপ্লাই এন্ড ক্রাসিং এর পরিচালক। তিনি চট্টগ্রাম নগরের হালিশহরের বাসিন্দা রেজাউল করিম রেজার স্ত্রী।
বাদী পক্ষের আইনজীবী এ. এইচ. এম. জিয়া উদ্দীন বলেন, শাহীনা আকতারের বিরুদ্ধে ২০১১ সালের ৩ জুলাই মামলা করেন রফিক উদ্দীন আহমদ। মামলায় আসামির বিরুদ্ধে ৬০ লাখ টাকার চেক প্রতারনার অভিযোগ আনা হয়।
তিনি আরও বলেন, গত ২৩ মার্চ এ মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। মামলায় একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সবশেষ সোমবার আদালত রায় ঘোষণা করেন।