সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে দুইজনের মৃত্যু

প্রকাশিতঃ ১২ জুন ২০১৭ | ৫:০৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে পাঁচলাইশ থানার বাদুরতলা ও হালিশহর থানার রামপুরা এলাকায় পৃথক এই দুই ঘটনা ঘটে।

নিহতরা হলেন রবিউল করিম (৪০) ও মো. রাজু (১২)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আমীর বলেন, বাদুরতলা এলাকায় একটি গ্যারেজে নিরাপত্তারক্ষীর কাজ করেন রবিউল। কাজ শেষে সকালে ফেরার সময় বাসার বাইরে বিদ্যুতের তার পড়ে থাকতে দেখে তিনি সরাতে যান এবং বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী রোকসারাও বিদ্যুতায়িত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, হালিশহরের রামপুরা এলাকায় সকালে একটি মাঠে খেলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুত্বর আহত হয় রাজু। হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।