সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

হাঁটুপানিতে মেয়র নাছির

প্রকাশিতঃ ১২ জুন ২০১৭ | ৪:৫২ অপরাহ্ন

চট্টগ্রাম: প্রবল বর্ষণ ও অতি জোয়ারের কারণে ফের তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল। এতে দুর্ভোগে পড়া নগরবাসীকে দেখতে গিয়ে হাঁটুপানিতে নেমেছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার সকালে হালিশহর বড় পোল এলাকাসহ জলমগ্ন কয়েকটি এলাকায় ছুটে যান মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি জলমগ্ন এলাকায় দুর্ভোগে পড়াদের সাথে সরাসরি কথা বলেন। তাদের অবর্ণনীয় কষ্টের কথা জেনে দুঃখ প্রকাশ করেন মেয়র।

এসময় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, উত্তরাধিকারসূত্রে সৃষ্ট জলাবদ্ধতা এবং প্রাকৃতিক কারনে সৃষ্ট জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের লক্ষে কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়নার মাধ্যমে পৃথক পৃথক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও বিশ্বব্যাংকের সহযোগিতায় চট্টগ্রাম ওয়াসা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাষ্টার ড্রেনেজ ও সুয়ারেজ সিষ্টেম চালু করতে যাচ্ছে।

তিনি বলেন, এ সকল পরিকল্পনার মাধ্যমে কর্ণফুলী নদী থেকে নগরীর মধ্য দিয়ে প্রবাহিত সকল খাল খনন, খালের দুই পাড়ে রাস্তা ও দৃষ্টিনন্দন সবুজায়ন এবং খালের প্রবেশ মুখে পাম্প হাউজ সহ স্ল্যুইচ গেইট নির্মাণ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

মেয়র বলেন, সম্প্রতি বন্দর কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড ও চসিক এর যৌথ সভায় মহেশখালের উপর নির্মিত অস্থায়ী বাঁধটি অপসারন করার সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধাান্তের আলোকে বন্দর কর্তৃপক্ষ যথাসময়ে বাঁধ অপসারনের ব্যবস্থা গ্রহণ করবে। এসকল পরিকল্পনা বাস্তবায়িত হলে নগরবাসীর দূর্ভোগ লাঘব হবে।

পরিদর্শনকালে এসময় মেয়রের সাথে ছিলেন স্থানীয় কাউন্সিলর এইচ এম সোহেল, কাউন্সিলর শৈবাল দাশ সুমন সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশলী, উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।